লামা সংবাদদাতা
লামায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন
লামা উপজেলায় দৈনিক নববাণী পত্রিকার প্রতিনিধি ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ সুজান কে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার লামা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে সুজন লামা থানায় একটি অভিযোগও দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগকারী চৌধুরী মোহাম্মদ সুজন বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, গত ২ মে সোমবার রাত ৯টার দিকে লামা বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আতা এলাহীর নেতৃত্বে একটি টিম লামা পৌরসভার লাইনঝিরি পয়েন্টে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির অফিসের সামনের রাস্তা থেকে একটি কাঠ বোঝাই ট্রাক জব্দ করে।
সুজান ও তার সহকর্মী কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছালে তারা দেখতে পান, লামা উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমির হোসেন, লামা উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, যুবদল নেতা মনিরুল ইসলাম, আসাদুল ইসলাম, ইমাম হোসেন মজুমদার, মাসুদ রানা সহ ১০/১২ জনের একটি দল বন কর্মকর্তা আতা এলাহীকে গালিগালাজ, হুমকি প্রদান ও মারধরের চেষ্টা করছে এবং উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে।
সাংবাদিকরা এই ঘটনা ভিডিও ধারণ করতে গেলে উক্ত দলটি তাদের দিকে তেড়ে আসে। তারা সাংবাদিকদের মারধর করার চেষ্টা করে এবং চৌধুরী মোহাম্মদ সুজনের সংবাদ কাজে ব্যাবহৃত মোবাইল কেড় নিয়ে সরাসরি হত্যার হুমকি দেয়।
এহেন ভয়াবহ ঘটনার প্রতিবাদে এবং নিজের নিরাপত্তার জন্য চৌধুরী মোহাম্মদ সুজন লামা থানায় আনুষ্ঠানিক ভাবে এক অভিযোগ দায়ের করেন। পাশাপাশি, ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি করে লামা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগটি আজ মঙ্গলবার লামা থানায় দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করা হবে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
স্থানীয় সাংবাদিক সম্প্রদায় ও সুশীল সমাজ ঘটনাটিকে গভীর উদ্বেগের সাথে দেখছেন এবং হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।