আবুল বশার – চট্টগ্রাম
চান্দগাঁও থানার বিশেষ অভিযানে চিনতাই,মাদক, অধ্যাদেশ মামলায় ১২ জনকে গ্রেফতার
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোঃ ফয়সাল, এএসআই/জি এম শুকরিয়া, এসআই মনিরুল,এসআই সুমন মিয়া, এসআই ইমামুল এর সঙ্গীয় ফোর্স সহ ১৬/০৫/২০২৫ তারিখ রাত ০৪:৪০ ঘটিকার সময় চান্দঁগাও থানাধীন বহদ্দারহাটএলাকা সহ ভিন্ন ভিন্ন মামলার আসামিদের কে বিশেষ অভিযানে আটক করা হয়,।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে চিনতাই,মাদক, অধ্যাদেশ মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়,।