মোহাম্মদ করিম লামা – সংবাদদাতা
লামায় জিনামেজু সামজে স্কুল ভবন উদ্বোধন ও মারমা ভাষা শিক্ষার উদ্যোগ
গতকাল লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা জিনামেজু সামজে স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন ও মারমা ভাষা শিক্ষা কার্যক্রম চালু বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আপ্রুচিং মার্মা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থী-অভিভাবক বৃন্দ। জিনামেজো আশ্রমের পরিচালক উনন্দমালা মহাথেরের সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন ভবনের গুরুত্ব ও মারমা ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি মো. মঈন উদ্দীন বলেন, “মাতৃভাষায় শিক্ষার মাধ্যমে শিশুদের মৌলিক জ্ঞান অর্জন সহজ হয়। মারমা সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি রক্ষায় এই উদ্যোগ প্রশংসনীয়।” এ সময় তিনি স্কুলটির উন্নয়নে স্থানীয়দের সঙ্গে সরকারের সমন্বিত প্রচেষ্টার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইউপি সদস্য আপ্রুচিং মার্মা মারমা ভাষা শিক্ষা চালুকে ঐতিহ্য সংরক্ষণের মাইল ফলক হিসেবে আখ্যায়িত করে সম্প্রদায়ের সকলের সহযোগিতা কামনা করেন। উনন্দমালা মহাথের জানান, আদিবাসী শিশুদের শিক্ষা প্রসার ও সংস্কৃতি চর্চায় এই প্রতিষ্ঠান নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক পরিবেশনা ও মারমা ভাষায় পাঠদানের নমুনা ক্লাস প্রদর্শন করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন ভবন ও ভাষা শিক্ষার সুযোগকে স্বাগত জানান।